বিমানবন্দরে ৫৬ ইঞ্চি ছাতির আলিঙ্গনবদ্ধ নেতানিয়াহু
তিন দিনের ভারত সফরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিমানবন্দরে উষ্ণ আলিঙ্গন মোদীর।
নিজস্ব প্রতিবেদন: তিন দিনের ভারত সফরে এলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে বিমানবন্দরে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতানইয়াহু বিমান থেকে নামতেই তাঁকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী। দুই রাষ্ট্রনেতার উষ্ণ আলিঙ্গনই সুর বেঁধে দিল ভারত-ইজরায়েল নতুন সম্পর্কের। বুঝিয়ে দিল, রাষ্ট্রসঙ্ঘে ইজরায়েলের বিরুদ্ধে ভোট কূটনীতি অতীত। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও এভাবেই গত ভাঙা পথে অভ্যর্থনা জানিয়েছিলেন মোদী।
রবিবার দুপুরে দিল্লিতে পা রাখলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা। ২০০৩ সালে ভারতে এসেছিলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী এরিয়াল শ্যারন। তার ১৫ বছর পর ভারতের আসছেন সে দেশের কোনও প্রধানমন্ত্রী। গত জুলাইয়ে ইজরায়েল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিলেন বেঞ্জামিন। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ও পোপের মতো অভ্যর্থনা দেওয়া হয়েছিল নরেন্দ্র মোদীকে।
আরও পড়ুন- "সন্দেহ দূর হয়ে যাবে, ইনশাল্লাহ", ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি পাকিস্তানের
গতমাসেই জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী ঘোষণা করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সেই প্রস্তাবের বিপক্ষে রাষ্ট্রসঙ্ঘে ভোট দিয়েছিল মোদীর ভারত। তখনই কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল, ইজরায়েল ভারতের বন্ধু রাষ্ট্র। তাহলে কেন তাঁদের পক্ষে ভোট দিল না ভারত? তবে এ ক্ষেত্রে ভারতের অবস্থান স্পষ্ট, প্যালেস্তাইন ও ইজরায়েলের বিবাদ আলোচনার পথেই মেটাতে আগ্রহী নয়াদিল্লি। এর প্রভাব ভারত-ইজরায়েল সম্পর্কে পড়বে না বলেও নিশ্চিত নয়া দিল্লি।