নিজস্ব প্রতিবেদন: ফের মহাকাশ গবেষণার সাফল্য়।  বুধবার ভোররাতে ইতিহাস গড়ে আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট RISAT-2B সাফল্যের সঙ্গে লঞ্চ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




বুধবার ভোর সাড়ে পাঁচটায় PSLV-C46 রকেটে মহাকাশের উদ্দেশে পাড়ি দেয় RISAT-2B৷ এই স্যাটেলাইটটি ওজন ৬১৫ কেজি৷  এই অত্যাধুনিক শক্তিশালী কৃত্রিম উপগ্রহ মহাকাশ থেকে দেশের নজরদারি ক্ষমতা আরও বাড়াবে৷
PSLV-C46-র পৃথিবীর বলয় ছাড়তে সময়  লাগে ১৫ মিনিট৷ উল্লেখ্য, ২০০৯ সালে RISAT-2 উত্‍‌ক্ষেপণ করেছিল ভারত৷
মূলত, সীমান্তে অনুপ্রবেশ রুখতে কার্যকরী এই স্যাটেলাইট।  ভারত-পাকিস্তান সীমান্তে সেনা ক্যাম্প ও LoC-তে নজরদারি চালাবে এই স্যাটেলাইট৷