ওয়েব ডেস্ক : আগামিকাল থেকে শুরু হতে চলেছে ২০১৬-১৭ আর্থিক বর্ষের বাজেট অধিবেশন। কিন্তু তার আগে বেশ চাপে কেন্দ্রের মোদী সরকার। ক্ষমতার পালাবদলের পর দিল্লিতে ২ বছর পূর্ণ করতে চলেছে মোদী সরকার। প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতিভঙ্গের চুলচেরা হিসেব চলছে এখন। সেইসঙ্গে একাধিক ইস্যুতে এই মুহূর্তে বেশ চাপেও রয়েছে কেন্দ্র। এহেন পরিস্থিতিতে বিরোধীরা যে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণাবে, তা বলাই বাহুল্য। সংসদ অচল করতে এককাট্টা হয়ে আসরে নামবে বিরোধীরা। বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর, এমনই ইঙ্গিত দিচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যে যে ইস্যুতে কেন্দ্রকে একহাত নিতে চলেছে বিরোধীরা-


১) সবার প্রথমেই আসবে JNU-র ঘটনা। ছাত্রনেতা কানহাইয়ার গ্রেপ্তার। “দেশদ্রোহী” ইস্যু।


২) স্কলারশিপের টাকা না পেয়ে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে দলিত গবেষক রোহিত ভেমুলার আত্মহত্যা।


৩) “অসহিষ্ণুতা” ইস্যু। দাদরি পরবর্তী সময়ে গঙ্গা-যমুনা দিয়ে অনেক জল বয়ে গেছে। কিন্তু “অসহিষ্ণুতা” ইস্যুতে বিতর্ক বেড়েছে বই কমেনি। যাতে নবতম সংযোজন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়।


৪) কর্নাটকে লেখক ও সাহিত্যিক কালবুর্গির হত্যা।


৫) একইসঙ্গে রয়েছে কাশ্মীর ও জঙ্গি সমস্যা। পাঠানকোট হামলা, পাম্পোরে হামলা, একের পর এক অনুপ্রবেশের চেষ্টার পরেও পাকিস্তানের বিরুদ্ধে মোদী সরকার কী পদক্ষেপ নিতে চলেছে।


সংসদ বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু অবশ্য ‘আশ্বাস’ দিয়েছেন সবরকম ইস্যুতে আলোচনায় প্রস্তুত সরকার।