নিজস্ব প্রতিবেদন: কর্ণাটক নাটকের শেষে বিপুল উল্লাস গেরুয়া শিবিরে। বিধানসভায় আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ কুমারস্বামী সরকার। ৯৯-১০৫ এ জয় বিজেপির। মঙ্গলবার আস্থা ভোটে হেরে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যগ করেন এইচডি কুমারস্বামী। কর্নাটকের রাজ্যপাল বাজুভাই বালা, কুমারস্বামীর পদত্যাগপত্র গ্রহণ করেন।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে, ভোটে জিতে বিজেপি-র বিএস ইয়েদুরাপ্পা জানান, "এটা গণতন্ত্রের জয়। কুমারস্বামী সরকারকে নিয়ে মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল। আমি কর্নাটকের মানুষকে এই আশ্বাস দিতে পারি যে উন্ননয়ের নতুন যুগ এবার শুরু হবে।" সেই সঙ্গে তিনি কৃষকদের বিষয়টিও জোর দিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন।



 



কর্ণাটকে বিজেপির হেডকোয়ার্টারে খুশির রেশ। সরকার গঠনের ব্যাপারে আশাবাদী পদ্মশিবির। ইয়েদুরাপ্পা আরও জানান, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট অমিত শাহর সঙ্গে আলোচনা করব তারপর রাজ্যপালের কাছে যাব।



এবার সরকার গড়ার দাবি জানাবে বিজেপি। তাহলে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইয়েদুরাপ্পা।


আরও পড়ুন - আস্থাভোটে হার কুমারস্বামীর, কর্নাটকে জোট সরকারের পতন