ওয়েব  ডেস্ক : মঙ্গলবার সকাল থেকেই উত্তর কাশ্মীরের কুপওয়ারায় সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের এনকাউন্টার শুরু হয়। ফলে আজ সকাল থেকেই গোলাগুলিতে উত্তপ্ত হয়ে ওঠে কুপওয়ারা। ওই এনকাউন্টারের জেরে শেষ পর্যন্ত আজ দুপুরে সেনা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় এক জঙ্গি। যদিও এক জঙ্গিকে নিকেশ করার পরও শেষ হয়নি এনকাউন্টার। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেনা সূত্রে খবর, কুপওয়ারায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে, সেই খবর পাওয়ার পরই তল্লাশি শুরু করে সেনা বাহিনী। এনকাউন্টার শুরু হলে, ওই এলাকায় ২-৩ জঙ্গিকে জ্যান্ত ঘিরে ফেলা হয় বলে পাওয়া যায় খবর। কিন্তু, শেষ পর্যন্ত এক জঙ্গিকে নিকেশ করে দিলেও, বাকিদের ধরা যায়নি বলেই জানা যাচ্ছে।


 



এদিকে গত ৯ অগাস্ট কাশ্মীরের পুলওয়ামায় ৩ জঙ্গিকে জ্যান্ত পাকড়াও করে সেনা বাহিনী। ৩ অগাস্টও ২ জঙ্গিকে গুলিতে ঝাঁঝরা করে দেয় বাহিনী। তবে ওই দিনের এনকাউন্টারে সেনা বাহিনীর এক আধিকারিক এবং এক জওয়ানের মৃত্যু হয় বলে জানা যায়।