নিজস্ব প্রতিবেদন: জ্যাকেট-বিতর্কে রাহুল গান্ধীকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন কংগ্রেসের নেতা-নেত্রীরা। তবে সেই প্রচেষ্টায় জল ঢাললেন খোদ রাহুল গান্ধীই। তাঁর দাবি, ওই জ্যাকেটটি উপহার পেয়েছেন। তবে কত দাম তা জানাতে চাননি কংগ্রেস সভাপতি। এমনকী কে উপহার দিয়েছে, তাও গোপন রেখেছেন কংগ্রেস প্রেসিডেন্ট। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নরেন্দ্র মোদীর লাখ টাকার কোর্ট নিয়ে 'স্যুট-বুট'-এর খোঁচা দিয়েছিলেন রাহুল গান্ধী। এবার পাল্টা তাঁকে নিশানা করল বিজেপি। মেঘালয়ে একটি রক কনসার্টে অংশ নিয়েছিলেন সনিয়া তনয়। মেঘালয় বিজেপির দাবি, ৭০ হাজার টাকার জ্যাকেট পরে এসেছিলেন রাহুল। সাধারণ মানুষের দুর্দশার কথা না শুনে গানের আসরে হাজির হচ্ছেন কংগ্রেস সভাপতি, অভিযোগ বিজেপির। 



এই বিতর্কের মাঝে দলের সভাপতিকে বাঁচাতে কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী বলেন, ৭০০ টাকাতে ওই ধরনের জ্যাকেট কিনতে পাওয়া যায়। পঞ্জাবের কংগ্রেস নেতা নভজ্যোত সিধুর প্রশ্ন, বিজেপি কি রাহুলের জ্যাকেটের বিল দেখেছে? ওই জ্যাকেটের দাম তারা জানল কীভাবে?




কিন্তু দলের তরফে এত সওয়াল জলেই গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, স্বয়ং রাহুলই যে দলীয় লাইনের থেকে আবারও ভিন্নসুর!


আরও পড়ুন- মহাত্মা গান্ধীর ডান ও বাম পাশে মহিলারা থাকতেন, বেঁফাস রাহুল