Jagdeep Dhankhar: `অপমানিত` ধনখড়কে ফোন মোদীর, উপরাষ্ট্রপতির সমর্থনে সংসদে দাঁড়াবেন এনডিএ সাংসদরা
তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংসদ চত্বরে উপ-রাষ্ট্রপতিকে নকল করার একটি ভিডিয়ো রাজনৈতিক ঝড় তুলেছে। গত সপ্তাহে সংসদের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিতে বরখাস্ত হওয়া ১৪১ বিরোধী সাংসদের মধ্যে ব্যানার্জি রয়েছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনুকরণ করা নিয়ে বিরোধের মধ্যেই, বিজেপি এবং এর সহযোগীদের রাজ্যসভার সাংসদরা উপ রাষ্ট্রপতির প্রতি সমর্থন দেখানোর জন্য একটি অনন্য প্রতিবাদ করবেন। জানা গিয়েছে ১০৯ জন এনডিএ সদস্যরা এক ঘন্টার জন্য হাউসে দাঁড়িয়ে থাকবেন। ধনখড় অর্থাৎ ভাইস-প্রেসিডেন্ট এবং রাজ্যসভার চেয়ারম্যানকে তাদের সমর্থন জানাতে এই কাজ করা হবে।
তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংসদ চত্বরে উপ-রাষ্ট্রপতিকে নকল করার একটি ভিডিয়ো রাজনৈতিক ঝড় তুলেছে। গত সপ্তাহে সংসদের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিতে বরখাস্ত হওয়া ১৪১ বিরোধী সাংসদের মধ্যে ব্যানার্জি রয়েছেন। গতকাল, নতুন সংসদ ভবনের মকর দ্বারের কাছে বিক্ষোভ করার সময়, শ্রীরামপুরের সাংসদ উপ-রাষ্ট্রপতিকে নকল করতে শুরু করেন। ব্যানার্জি উপ রাষ্ট্রপতির অঙ্গভঙ্গি অনুকরণ করায় অন্যান্য সাংসদদের হাসতে দেখা গিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এর ভিডিয়ো করতে দেখা গিয়েছে।
এরপরেই, ধনখড় রাজ্যসভায় বলেছিলেন যে তিনি ভিডিয়োটি দেখেছেন এবং ‘গভীরভাবে বেদনার্ত’ হয়েছেন। প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরমকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনার দলের একজন সিনিয়র নেতা, একজন সাংসদ যখন আমাকে নিয়ে ঠাট্টা করে, ব্যক্তিগত আক্রমণ করে এমন একটি অভিনয়ের ভিডিয়ো করছেন তখন আমি কী অনুভব করেছি তা কল্পনা করুন’।
আরও পড়ুন: Modi Mamata Meeting: 'মনোযোগ দিয়ে শুনেছেন, সময় বেঁধে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর', বললেন মমতা!
তিনি বলেন, ‘এটি কেবল একজন কৃষক বা একটি সম্প্রদায়ের অপমান নয়, এটি রাজ্যসভার চেয়ারম্যানের পদের অসম্মান। এবং তাও এমন একটি দলের দ্বারা যারা এত দিন দেশ শাসন করেছে’।
কংগ্রেসের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিয়োটি পোস্ট করেছিল, কিন্তু পরে তা সরিয়ে নেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘এটি লজ্জাজনক। আপনি আমার কৃষক ব্যাকগ্রাউন্ডের জন্য আমাকে অপমান করার জন্য, জাট হিসাবে আমাকে অপমান করতে, আমার পদকে অপমান করার জন্য একটি অফিসিয়াল হ্যান্ডেল ব্যবহার করেছিলেন। এটি খুবই গুরুতর’।
সাংসদদের বরখাস্ত হওয়ার ঘটনায় ব্যাকফুটে থাকা বিজেপি এই ভিডিয়ো ব্যবহার পাল্টা আক্রমণের চেষ্টা করেছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং পীযূষ গোয়েল এবং পার্টির অফিসিয়াল এক্স হ্যান্ডেল কল্যাণ ব্যানার্জির কাজকে ‘অপমানজনক কাজ’ বলে অভিহিত করেছেন।
বিজেপি-র অফিসিয়াল হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘দেশ যদি ভাবে কেন বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হল, তাহলে এই হল কারণ... TMC সাংসদ কল্যাণ ব্যানার্জী মাননীয় উপরাষ্ট্রপতিকে উপহাস করেছিলেন, যখন রাহুল গান্ধী তাতে উল্লাস করেছিলেন। কেউ কল্পনা করতে পারে যে তারা কতটা বেপরোয়া এবং কীভাবে লঙ্ঘন করেছে হাউসের!’
গান্ধী ব্যানার্জির অনুকরণ রেকর্ড করছেন এমন একটি ভিডিয়ো শেয়ার করে, গোয়েল পোস্ট করেছেন, ‘রেকর্ডের জন্য - কংগ্রেস তাদের সমর্থন করে যারা সাংবিধানিক পদকে উপহাস করে!’
এই ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপরাষ্ট্রপতিকে ফোন করেন বলে জানা গিয়েছে। ট্যুইট করে উপরাষ্ট্রপতি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির কাছ থেকে একটি টেলিফোন কল পেয়েছি। তিনি গতকাল পবিত্র সংসদ কমপ্লেক্সে কিছু মাননীয় সংসদ সদস্যের জঘন্য নাটকীয়তার জন্য গভীর বেদনা প্রকাশ করেছেন। তিনি আমাকে বলেছিলেন যে তিনি বিশ বছর ধরে এই ধরনের অপমানের শিকার হয়েছেন এবং এখনও চলছে কিন্তু ভারতের উপরাষ্ট্রপতির মতো একটি সাংবিধানিক অফিসে এবং সংসদেও এটি ঘটতে পারে তা দুর্ভাগ্যজনক’।
তিনি আরও লেখেন, ‘আমি তাঁকে বলেছিলাম- মাননীয় প্রধানমন্ত্রী, আমার দায়িত্ব পালনে এবং আমাদের সংবিধানে বর্ণিত নীতিগুলোকে সমুন্নত রাখতে কয়েকজনের অপতৎপরতা আমাকে বাধা দেবে না। আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সেই মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কোনও অপমান আমাকে আমার পথ পরিবর্তন করতে পারবে না’।
এই ঘটনায় ট্যুইট করে রাষ্ট্রপতি জানিয়েছেন, ‘সংসদ কমপ্লেক্সে আমাদের শ্রদ্ধেয় উপরাষ্ট্রপতিকে যেভাবে অপমান করা হয়েছে তা দেখে আমি হতাশ হয়েছি। নির্বাচিত প্রতিনিধিদের অবশ্যই নিজেদের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, তবে তাদের অভিব্যক্তি মর্যাদা ও সৌজন্য নিয়মের মধ্যে হওয়া উচিত। এটি সংসদীয় ঐতিহ্য যা আমরা গর্বিত, এবং ভারতের জনগণ আশা করে যে তারা এটি বজায় রাখবে।‘
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)