ওয়েব ডেস্ক : প্রসূতিকে ফিরিয়ে দিল সরকারি হাসপাতাল। রাস্তায় প্রসব করলেন মহিলা। জয়পুরের ডাক্তারদের গাফিলতি নিয়ে তোলপাড় দেশ। তড়িঘড়ি তদন্ত কমিটি গড়েছে রাজস্থান সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জয়পুরিয়া। জয়পুরের নামজাদা সরকারি হাসপাতাল। ফের একবার খবরের শিরোনামে। কিন্তু এবার কারণটা ভালো নয়। খারাপ। খুব খারাপ। শুক্রবার সন্ধেয় প্রসব যন্ত্রনা নিয়ে হাসপাতালে আসেন এক মহিলা। অভিযোগ চিকিত্‍সকরা 'এখনও প্রসবের সময় হয়নি' বলে তাঁকে ফিরিয়ে দেন। যদিও হাসপাতাল সুপারের দাবি, মহিলাই ভর্তি হতে চাননি।


এরপর হাসপাতালের ঠিক বাইরে রাস্তার ওপর সন্তানের জন্ম দেন ওই মহিলা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মহিলাকে সাহায্য করতে হাসপাতাল থেকে চিকিত্‍সক ও নার্সরা গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। দোষী খুঁজতে ৩ সদস্যের কমিটি গড়ে দিয়েছে রাজ্য সরকার। হাসপাতালের CCTV ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সত্যতা বিচারের চেষ্টা করছে কমিটি।


আরও পড়ুন- আবহাওয়ার পরিবর্তনে পৃথিবীর বুকে বাড়বে বৃষ্টির পরিমাণ!