নিজস্ব প্রতিবেদন: কোনও লস্কর জঙ্গিকে আস্ত রাখবে না ভারতীয় সেনা। গুজরাটে ভোটপ্রচারে গিয়ে এমন হুঁশিয়ারিই দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিন কয়েক আগে ২৬/১১-এর মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে মুক্তি দিয়েছে পাক আদালত। যা নিয়ে তীব্র উষ্মাপ্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হাফিজের মুক্তি নিয়ে শনিবার গুজরাটে রাহুল কটাক্ষ করে বলেছিলেন, "এটা কোলাকুলির কূটনীতির সাফল্য!" রবিবার গুজরাটের সুরাটে বিজেপির জনসভায় অরুণ জেটলি বলেন, ''২৬/১১-র দুদিন আগে অভিযুক্ত হাফিজ সইদকে মুক্তি দিয়েছে পাকিস্তান। গোটা বিশ্ব পাকিস্তানকে সন্ত্রাসবাদের সমর্থক বলছে।''


আরও পড়ুন- ঋণখেলাপির নামে প্রতারণা রুখতে কড়া দাওয়াই কেন্দ্রীয় সরকারের


একইসঙ্গে জেটলি এও মনে করিয়ে দেন, গত ৮ মাস  ধরে যে জঙ্গিই লস্কর কম্যান্ডার হচ্ছে, তারা বেশিদিন বাঁচছে না। এদিন মন কি বাত অনুষ্ঠানে মুম্বই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ জানান নরেন্দ্র মোদী।