ওয়েব ডেস্ক: টুকলির বাড়বাড়ন্ত রুখতে এবার জ্যামার লাগানোর নিদান। যে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয় এমনকি বিদ্যালয়েতেও চাইলেই টুকলি রুখতে ব্যবহার করতে পারবে এই জ্যামার। এমনই অনুমতি দিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। যেসব পরীক্ষা কেন্দ্রে টুকলির প্রবণতা প্রবল সেখানেই ব্যবহার করা যাবে জ্যামার। যে কোনও বিশ্ববিদ্যালয় বা কলেজ অথবা বিদ্যালয়ের প্রধাণরা চাইলেই ব্যবহার করতে পারবেন এই জ্যামার। পরীক্ষার হলে শুধুমাত্র গার্ড দিয়ে টুকলির সমস্যা মেটানো যাচ্ছে না। তাই বাধ্য হয়েই জ্যামার ব্যবহারের নিদান দিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এবার দেখা যাক টুকলি রুখতে জ্যামার কতটা কার্যকর হয়।