মসজিদে লাউডস্পিকার ব্যবহার করা উচিত নয়, সোনুর পাশে জাভেদ আখতার
ধর্মীয়স্থানে লাউডস্পিকার ব্যবহার করা উচিত নয় বলে মনে করেন জাভেদ আখতার।
নিজস্ব প্রতিবেদন: ধর্মীয়স্থানে লাউডস্পিকারের ব্যবহার নিয়ে মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছিলেন সোনু নিগম। তাঁর উপর জঙ্গি হামলার সতর্কতা জারি করেছে মহারাষ্ট্রের গোয়েন্দা বিভাগ। এই পরিস্থিতিতে বলিউডের গায়কের পাশে দাঁড়ালেন গীতিকার জাভেদ আখতার।
এদিন জাভেদ আখতার টুইট করে জানান, ''মসজিদে লাউডস্পিকার ব্যবহার করা উচিত নয়। জনবহুল এলাকায় ধর্মীয়স্থানে লাউডস্পিকার ব্যবহার বন্ধ করা দরকার।''
গতবছরই সোনু নিগম টুইট করেছিলেন, সব ধরনের ধর্মীয়স্থানে লাউডস্পিকার বন্ধ হওয়া দরকার। তারপরই সোনুর বিরুদ্ধে জারি হয় ফতোয়া। মাথা ন্যাড়া করে প্রতিবাদও জানান গায়ক। দিন কয়েক মহারাষ্ট্রের গোয়েন্দা দফতর আশঙ্কা প্রকাশ করে, সোনু নিগমের উপরে হামলা চালাত পারে জঙ্গিরা। এরপরই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়।