নিজস্ব প্রতিবেদন- রাষ্ট্রপতি ভবনে আত্মহত্যা করেছেন এক সেনা জওয়ান। জান গিয়েছে ০ বছর বয়সী সেই জওয়ানের নাম টেক বাহাদুর থাপা। তিনি নেপালের তিখায়ানের বাসিন্দা। তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিস কোনও সুইসাইড নোট পায়নি। গোরখা রাইফেলসের বারাকে এদিন এই জওয়ানের ঝুলন্ত দেহ দেখতে পাননি সহকর্মীরা। সাউথ এভিনিউ পুলিস স্টেশনের তরফে জানানো হয়েছে, বুধবার ভোর চারটে নাগাদ নিজের ঘরের সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এই জওয়ান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  চুশুলের একাধিক গুরুত্বপূর্ণ পাহাড়ি এলাকায় ঘাঁটি শক্ত করল সেনা


পুলিসের তরফে জানানো হয়েছে, ওই জওয়ান কোমরে ব্যথা ও উচ্চ রক্তচাপের সমস্যায় জেরবার ছিল বহুদিন ধরে। শারীরিক সমস্যার জন্যই তাঁর এই চূড়ান্ত সিদ্ধান্ত, নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিস। এদিন ভোর রাতে গোরখা রাইফেলসের বারাকে এক জওয়ান টেক বাহাদুরের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে অ্যালার্ম বাজান। তার পরই রাইসিনা হিলা হইচই পড়ে যায়। বারাকের সি কমপ্লেক্সে এই জওয়ানের আত্মহত্যার তদন্তের জন্য ইতিমধ্যে দিল্লি পুলিসের একটি দল রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছে। জওয়ানের বাড়িতে খবর দেওয়া হয়েছে।