নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের সাংসদ হিসেবে রাজ্যসভায় শপথ নিলেন জহর সরকার (Jawhar Sircar)। বাংলায় শপথ বাক্য পাঠ করেন তিনি। দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে সাংসদ হিসেবে শপথ নিলেন প্রাক্তন এই আইএএস (IAS)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০২১ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে যোগ দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী।  সাংসদ পদ থেকেও ইস্তফা দেন তিনি। তাঁর ছেড়ে যাওয়া আসনেই ৯ অগাস্ট উপনির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু অন্য কোনও দল মনোনয়ন পেশ না করায়, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় পান জহর সরকার (Jawhar Sircar)।


আরও পড়ুন: 'বিরোধীরা চায় সংসদ চলুক, সরকার বাধা দিচ্ছে', টুইটে তোপ Derek-এর


আরও পড়ুন:  ফের সক্রিয় Kailash, হাজির হলেন বঙ্গ BJP-র বৈঠকে, রাজ্যে ৩ যাত্রার সিদ্ধান্ত


দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে তৃণমূল কাকে মনোনীত করে, তা নিয়ে নানান জল্পনা তৈরি হয়। যশবন্দ সিনহা, পূর্ণেন্দু বসু, কুণাল ঘোষদের নাম নিয়ে জোর চর্চা শুরু হয়। তবে, অবশেষে মোদীবিরোধী মুখ হিসেবে পরিচিত, ৬৯ বছর বয়সি বাঙালি IAS-কে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)।