নিজস্ব প্রতিবেদন: এবার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে ‌‌যোগ হচ্ছে ‘ইসলামি সন্ত্রাসবাদ’। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে বহু বিতর্কের পরও ওই প্রস্তাব গৃহীত হয়েছে। এনিয়ে অবশ্য ইতিমধ্যেই চাপা গুঞ্জন দানা বাধতে শুরু করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কর্ণাটকে আড়াই দিনের বিজেপি সরকারের পতন, ইস্তফা ইয়েদুরাপ্পার


গত শুক্রবার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি পাঠক্রম চালু করার বিষয়ে সিদ্ধান্ত হয় অ্যাকডেমিক কাউন্সিলে। সেখানেই ওই ‘ইসলামি সন্ত্রাসবাদ’ নিয়ে একটি পাঠক্রম চালু করার প্রস্তাব করা হয়। এছাড়াও অন্যান্য ‌যেসব পাঠক্রম চালু করার প্রস্তাব করা হয়েছে তার মধ্যে রয়েছে, নকশালবাদ, জনবিন্যাস পরিবর্তন, সাইবার নিরাপত্তা।


আরও পড়ুন-অনৈতিক কাজ করবেন না, সসম্মানে বিদায় নিন, ইয়েদ্দিকে নির্দেশ মোদী-শাহের


বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, মানুষের মধ্যে ইলামোফোবিয়া জাগিয়ে তোলার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে। এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত। আসলে এটি হওয়া উচিত ধর্মীয় সন্ত্রাসবাদ। এর সঙ্গে কোনও ধর্মকে জুড়ে দেওয়া উচিত নয়।