সাংসদদের নিয়ে অনেকক্ষেত্রেই মস্করা করেন রেডিও জকিরা। গতকাল এই ইস্যুকে সামনে রেখেই রাজ্যসভায় সোচ্চার হন সমাজবাদী পার্টি সাংসদ জয়া বচ্চন। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেডিওর বিভিন্ন অনুষ্ঠানে অনেক সময়েই জায়গা করে নেয় সাম্প্রতিক বিষয়। আর সেই সব বিষয়ের আলোচনায় উঠে আসে সাংসদদের প্রসঙ্গও। কোনও ঘটনার প্রেক্ষিতে একজন সাংসদ কীভাবে প্রতিক্রিয়া দেবেন, সেটাই কৌতুকাকারে তুলে ধরার চেষ্টা করেন উপস্থাপক-উপস্থাপিকারা।সেই উপস্থাপনাই অনেকসময় শালীনতার মাত্রা ছাড়ায় বলে অভিযোগ সমাজবাদী পার্টি সাংসদ জয়া বচ্চনের।


সাংসদদের বাচনভঙ্গি অনুকরণ করায় কোনও আপত্তি থাকতে পারে না বলেই মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তবে, তা মাত্রা ছাড়ালে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি।