পদ্মাবতের খিলজিকে দেখে আজমের কথা মনে পড়েছিল জয়াপ্রদার
আজম খানকে ফের নিশানা করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন সাংসদ জয়াপ্রদা।
নিজস্ব প্রতিবেদন: পদ্মাবত দেখে সমাজবাদী পার্টির এক সংখ্যালঘু নেতার কথা মনে পড়ে গিয়েছিল অভিনেত্রী তথা রাজনীতিবিদ জয়াপ্রদার। উত্তর প্রদেশের রামপুরের প্রাক্তন সাংসদ জয়াপ্রদার দাবি, নির্বাচনী প্রচারে তাঁকে উত্যক্ত করেছিলেন আজম খান।
উত্তর প্রদেশের রামপুরের প্রাক্তন সাংসদ জয়প্রদা বলেন, ''পদ্মাবতে খিলজির চরিত্র দেখে আমার আজম খানের কথা মনে পড়ে গিয়েছিল। নির্বাচনী প্রচারে আমাকে উত্যক্ত করতেন তিনি।''
এর আগেও আজম খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন জয়প্রদা। ২০০৯ সালে জয়া অভিযোগ করেছিলেন, তাঁর অশ্লীল ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে ভাবমূর্তি নষ্টে চেষ্টা করছেন আজম খান। ২০১২ সালেও বিবাদে জড়িয়ে পড়েছিলেন তাঁরা।
'পদ্মাবত' ছবিতে আলাউদ্দিনের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। ছবিটি নিয়ে আগাগোড়াই ছিল বিতর্ক। সেন্সর বোর্ডের নির্দেশে পদ্মাবতীকে নাম পরিবর্তন করে পদ্মাবত করেন প্রযোজকরা।
আরও পড়ুন- ১২ বছরের নিচে মেয়েকে ধর্ষণে মৃত্যুদণ্ড, আইন আনল রাজস্থান সরকার