নিজস্ব প্রতিবেদন: দলের নাম 'প্লুরালস'। বিহারে বিধানসভা ভোটের আগে চমক দিলেন নীতীশ কুমার ঘনিষ্ঠ জেডিইউ নেতার মেয়ে। নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে পুষ্পম প্রিয়া চৌধুরী ঘোষণা করেছেন, বিহারে বদল দরকার। বিহার শান্তি চায়। বিহার উড়তে চায়।            


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জেডিইউ নেতা বিনোদ চৌধুরীর মেয়ে পুষ্পম প্রিয়া চৌধুরী চ্যালেঞ্জ ছুড়েছেন নীতীশ কুমারকে। নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে দল খুলে ফেলেছেন পুষ্পম প্রিয়া।  লন্ডন নিবাসী পুষ্পমের দলের নাম 'প্লুরালস'। দলের বিজ্ঞাপনে লেখা,'বিহারকে ভালোবাসেন, রাজনীতিকে ঘৃণা করেন? চলে এসেছে প্লুরালস। বিহার ভালো কিছু প্রত্যাশা করে। ভালোটা সম্ভবও।'


পুষ্পম প্রিয়া চৌধুরী টুইট করেছেন,''বিহার শান্তি চায়। বিহার উড়তে চায়। বিহার পরিবর্তন চায়। বিহার উন্নতি আশা করে। উন্নতি সম্ভব। নোংরা রাজনীতিকে প্রত্যাখ্যান করুন। ২০২০ সালে বিহারকে দৌড় করাতে  ও ওড়াতে যোগ দিন প্লুরালসে।''                           



খোলা চিঠিতে পুষ্পম প্রতিশ্রুতি দিয়েছেন, মুখ্যমন্ত্রী হলে ২০২৫ সালের মধ্যে বিহারকে দেশের অন্যতম উন্নত রাজ্যে পরিণত করবেন। ২০৩০ সালের মধ্যে ইউরোপীয় কোনও দেশের সঙ্গে পাল্লা দিতে পারবেন বিহার। 
  
পুষ্পমের রাজনৈতিক দলের কোনও যোগ নেই বলে দাবি করেছেন বাবা বিনোদ চৌধুরী। তাঁর কথায়,''প্রিয়া সাবালিকা। নিজেই সিদ্ধান্ত নিয়েছে। ওর সঙ্গে দলের কোনও যোগ নেই। শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ করলে তাঁকে সমর্থন করবে না জেডিইউ।''   


 লন্ডনে পড়াশুনো করেন পুষ্পম প্রিয়া। পুণেতে এমবিএ করে ব্রিটেনে একাধিক বিষয় নিয়ে তাঁর পড়াশুনো। ইউনিভার্সিটি অব সাসেক্সে পড়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ, লন্ডন স্কুল অব ইকোনমিক্স ও পলিটিক্যাল সায়েন্সে পড়েছেন পাবলিক অ্যাডমিনিস্টেশন। 


আরও পড়ুন- রাহুলের সঙ্গে কথা ইয়েচুরির, বাংলা থেকে রাজ্যসভার জোট প্রার্থী বিকাশ