নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ওয়েভে কাবু দেশ। এবার পিছিয়ে গেল সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (JEE Mains 2021) । ন্যাশনাল টেস্টিং এজেন্সি মে সেশনের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা স্থগিত করেছে। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল (Ramesh Pokhriyal) টুইট করে এই নির্দেশিকা জানান। টুইটে তিনি লেখেন, ' কোভিডের বর্তমান পরিস্থিতিতে পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে মে সেশনের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা স্থগিত করা হল। NTA এর অফিসিয়াল ওয়েবসাইটে পড়ুয়াদের নজর রাখতে অনুরোধ করা হচ্ছে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:লাফিয়ে বাড়ছে সংক্রমণ, ১৫ই মে পর্যন্ত Lockdown বিহারে



চলতি বছরের আগামী ২৪, ২৫,২৬, ২৭ ও ২৮শে মে সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা হওয়ার কথা ছিল। এদিনের অফিসিয়াল নোটিসে জানানো হয়, মে সেশনের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের তারিখ পরে ঘোষণা করা হবে। আগে এপ্রিল সেশনের পরীক্ষা হবে, তারপর মে সেশনের পরীক্ষা নেওয়া হবে। এই সময়ের মধ্যে পড়ুয়ারা আরও ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে বলে মত শিক্ষামহলের একাংশের। NTA অভ্যাস অ্যাপে অনলাইনে টেস্ট পেপারও পড়ুয়ারা এই সময়ে অনুশীলন করতে পারবে বলে জানানো হয়েছে।