নিজস্ব প্রতিবেদন: করোনার কারণে আগামী বছর পিছিয়ে যেতে পারে JEE Main পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সি সূত্রে সংবাদমাধ্যমের খবর, জানুয়ারির পরিবর্তে আগামী বছর ওই পরীক্ষা নেওয়া হতে পারে ফেব্রুয়ারিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মেরে চামড়া গুটিয়ে দিন তৃণমূল কর্মীদের : রাজু, আগে ছাগলের চামড়া গুটোতে শিখুক : উত্তম


করোনার কারণে বহু রাজ্যে স্কুল খুলেছে বটে তবে পুরো দমে ক্লাস শুরু করা যায়নি। এরকম এক পরিস্থিতিতে দেশের অধিকাংশ পরীক্ষারই সূচি বদলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সূত্র অনুযায়ী JEE Main পরীক্ষা আগামী বছর ফেব্রুয়ারির শেষে নেওয়া হতে পারে। তবে তার জন্য আবেদন করতে হবে এবছর ডিসেম্বরেই।


আরও পড়ুন-করোনার ভ্যাকসিন নিয়ে রাজনীতি, কালোবাজারির ভয়ে আশঙ্কিত একাংশ চিকিত্সক মহল


ন্যাশনাল টেস্টিং এজেন্সির এক আধিকারিকের দাবি, JEE Main পরীক্ষা আগামী বছর ফেব্রুয়ারির শেষ নেওয়ার কথা ভাবা হচ্ছে। এতে পরীক্ষার্থীদের সুবিধেই হবে। দেশে করোনা সংক্রমণ যে ভাবে বাড়াছে তা মাথায় রেখেই এমন চিন্তভাবনা করা হচ্ছে।