নিজস্ব প্রতিবেদন: বছরে দু'বার মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং জয়েন্ট দেওয়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকরের ঘোষণা, ২০১৯ সাল থেকে জাতীয়স্তরে ইঞ্জিনিয়ারিং (JEE Main) ও  মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা (NEET) বছরে দু'বার দেওয়া হবে। অনলাইনে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা। আর এই দু'টি পরীক্ষার দায়িত্বে থাকবে নতুন গঠিত পরীক্ষক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা ছাড়াও UGC NET ও CMAT পরীক্ষার দায়িত্বেও রয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সবকটি পরীক্ষার নির্ঘণ্ট পৃথক হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী। তিনি বলেন, JEE Main পরীক্ষা হবে চলেছে জানুয়ারি ও এপ্রিলে। ফেব্রুয়ারি ও মে মাসে হবে NEET। 



উল্লেখ্য, বর্তমানে মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা করে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE)। প্রকাশ জাভেড়কর জানিয়েছেন, একজন পরীক্ষার্থী বছরে সবক'টি পরীক্ষাতেই বসতে পারবেন। কাউন্সেলিংয়ের সময় নির্দিষ্ট পরীক্ষার (JEE Main বা NEET) দু'টি পরীক্ষার মধ্যে সর্বোচ্চ নম্বরটি গ্রহণ করা হবে। পরীক্ষা নিয়ামক সংস্থার বদল হলেও পাঠ্যসূচি ও অন্যান্য প্রক্রিয়ার কোনও বদল হবে না। 


আরও পড়ুন- সেনাকে লক্ষ্য করে পাথর, পাল্টা মারে খতম ৩ পাথরবাজ