ওয়েব ডেস্ক: রানওয়েতে বিমানের চাকা পিছলে বিপত্তি। গোয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল জেট এয়ার ওয়েজের বিমান। যদিও প্রাণ না গেলেও জখম অন্তত ১৫ জন যাত্রী। গোয়ার ডাবোলিম বিমানবন্দরের ঘটনা এটা। রানওয়ে থেকে টেক অফের সময়ই 360 ডিগ্রি ঘুরে যায় বিমানটি। 9W 2374 ফ্লাইটটি ডাবোলিম থেকে মুম্বই যাচ্ছিল। ওই বিমানে ছিলেন ১৫৪ জন যাত্রী ও ৭ বিমানকর্মী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, প্রতিবেশী যুবক গ্রেফতার


এরপর অবশ্য সবাইকে নিরাপদে উদ্ধার করা গেছে। আহত যাত্রীদের তাড়াতাড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজে নামানো হয়েছে নৌসেনাকে। যার জন্য ঘটনায় বড়সড় ক্ষতি এড়ানো গিয়েছে।


আরও পড়ুন  নোট-কাণ্ডে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে বিপাকে বহুজন সমাজ পার্টি