নিজস্ব প্রতিবেদন: বিরল সম্মানের অধিকারী হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন (Jharkhand CM Hemant Soren)। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে বক্তৃতার আমন্ত্রণ পেলেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী বছরের ফেব্রুয়ারিতে হেমন্তের এই বক্তৃতা। জনজাতি, তাদের উন্নয়ন ও কল্যাণ নিয়েই মূলত কথা বলবেন হেমন্ত।


হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বার্ষিক 'ইন্ডিয়া কনফারেন্সে' (Harvard University's Harvard India Conference) বক্তৃতা দেবেন হেমন্ত। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দফতরের তরফে রবিবার টুইট করে এ খবর জানানো হয়েছে। ওই কনফারেন্সের ১৮তম বার্ষিকসভায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বক্তৃতার মূল বিষয়, ঝাড়খণ্ডে জনজাতির অধিকার, উন্নয়ন ও আদিবাসী কল্যাণনীতি।


বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণপত্রে লেখা হয়েছে-- জনজাতির অধিকার, উন্নয়ন ও আদিবাসী কল্যাণ নিয়ে তাঁর কাজকর্ম ও ভাবনাচিন্তার জন্যই তাঁকে এই আমন্ত্রণ। 


Also Read: দশ বছরের মধ্যে জাপানকে টপকে বিশ্ব-অর্থনীতিতে তৃতীয় স্থানে উঠে আসবে ভারত