জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের মতো দেশে এখন চলছে এমন ভয়ঙ্কর ঘটনা। ডাইনি অপবাদে ঝাড়খণ্ডের দুমকার ৪ জনকে মল-মূত্র খেতে বাধ্য করল গ্রামবাসীরা। এখানেই শেষ নয়, লোহার রড গরম করে বেধড়ক পেটানো হল তাদের। এমন ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের ঐশ্বরী গ্রামে। আরও মারাত্মক বিষয় হল গ্রামবাসীদের দাপট এতটাই যে ভয়ে থানায় পর্যন্ত যেতে পারেনি নির্যাতিতরা। ঘরেই গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন ৪ আহত গ্রামবাসী। ওই ৪ জনের মধ্যে ৩ জনই মহিলা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পড়ুন- বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


এদিকে, শনিবারের ওই ঘটনার খবর পুলিসের কাছে আসে রবিবার। সেদিন গ্রামে গিয়ে হাজির হয় পুলিস। তারপর আহত ওই ৪ জনকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিস সূত্রে খবর, গ্রামের যতীন মুর্মু নামে এক ব্যক্তি শনিবার রাতে একটি সালিশিসভা ডাকেন। ওই সালিশি সভায় যতীন গ্রামের শ্রীলাল মুর্মুর বাড়ির ৩ জনের বিরুদ্ধে ডাইনি হওয়ার অভিযোগ আনেন।



পুলিসের তরফে সংবাদমাধ্য়মে বলা হয়েছে, নির্যাতিত ওই ৪ জনকে সরাইহাট কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের নিয়ে যাওয়া হয় দেওঘরের একটি হাসপাতালে। প্রথমে তাদের বেধড়ক মারধর করা হয়। পরে তাদের মলমূত্র খেতে বাধ্য করে সালিশিসভার লোকজন। ওই ঘটনায় এখনওপর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে নির্যাতিতের জন্যই গ্রামের একটি শিশু অসুস্থ হয়ে পড়ে।ওই ঘটনায় গ্রামে এখন উত্তেজনা রয়েছে। পুলিসের টহলদারি চলছে।


এবছর আগস্ট মাসেই ডাইনি অপবাদ দিয়ে খুন করা হয় পশ্চিম সিংভূম জেলার কদমডিহা গ্রামের এক মহিলাকে। ঘর থেকে বের করে এনে তাদের পিটিয়ে মারে গ্রামের লোকজন। আগস্ট মাসের শেষ সপ্তাহেই ডুয়ার্সের নাগরাকাটায় এক মহিলাকে বেধড়ক মারধর করে গ্রামের লোকজন। ওই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে পুলিস। এলাকার একটি চা বাগানের এক গর্ভবতী মহিলা অসুস্থ হয়ে পড়েন। তার পরিবারের লোকজন ওই মহিলাকে নিয়েযান এলাকার এক গুনিনের কাছে। তিনি জানিয়ে দেন ওই মহিলার এক প্রতিবেশী ডাইনি। তারপরই ওই মহিলার উপরে চড়াও হয় গ্রামবাসীরা।
 
Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)