নিজস্ব প্রতিবেদন: কংগ্রেস ছাড়লেন জিতিন প্রসাদ। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের হাত ধরে আজ বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন মন্ত্রী। একুশের বিধানসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেসের ইনচার্জ ছিলেন তিনি। ছিলেন রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ। সূত্রের খবর, আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে তাঁকে বড় দায়িত্ব দিতে পারে বিজেপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপিতে যোগ দেওয়ার আগে, এদিন সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেন জিতিন প্রসাদ। যোগদানের পর দেখা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ডেপি নাড্ডার সঙ্গেও। বিজেপিতে যোগ দিয়ে জিতিন প্রসাদ বলেন, ‘কংগ্রেসের সঙ্গে আমার তিন পুরুষের সম্পর্ক। কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক দ্বিধার মধ্যে ছিলাম। তবে শেষ ৮ থেকে ১০ বছরে আমার মনে হয়েছে, দেশে একটা রাজনৈতিক দলই রয়েছে যাঁরা দেশের কথা ভাবে। সেটা হল বিজেপি।‘




আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বই, বন্ধ ট্রেন! বিপর্যস্ত জনজীবন


আরও পড়ুন: কাঁচি দিয়ে চ্যানেল কাটতে বিপত্তি! শিশুর বুড়ো আঙুল ওড়ালেন নার্স


বিজেপি সূত্রে খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের তরফে উত্তরপ্রদেশের বড় দায়িত্ব দেওয়া হতে পারে জিতিন প্রসাদের হাতে। এই যুব ব্রাহ্মণ নেতাকে কাজে লাগাবেন মোদী-শাহরা। অন্যদিকে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পর, জিতিন প্রসাদের কংগ্রেসত্যাগ রাহুল শিবিরে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।