ওয়েব ডেস্ক : অস্ত্র বিরতি লঙ্ঘন করে সীমান্তে ফের হামলা চালাল পাকিস্তান। শুক্রবার সকালে আচমকাই জম্মু কাশ্মীরের আর এস পুরা সেক্টরের আর্নিয়ার বেশ কয়েকটি ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা। হামলার জেরে ঘটনাস্থলেই নিহত হন এক বিএসএফ জওয়ান। নিহতের নাম বিজেন্দ্র বাহাদুর সিং। আহত হন আরও আক স্থানীয় বাসিন্দা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




সেনা সূত্রে খবর, আর্নিয়ার বিএসএফ পোস্ট লক্ষ্য করে আজ সকালে অতর্কিতে হামলা চালায় পাকিস্তান। হামলার আঁচ পেতেই পাল্টা গুলি চালান ভারতীয় জওয়ানরাও। কিন্তু, পাকিস্তানের ছোড়া গুলি ও মর্টারের আঘাতে  ঘটনাস্থলেই নিহত হন বিজেন্দ্র বাহাদুর সিং নামে ওই বিএফএফ জওয়ান।



এই নিয়ে গত ৫ দিনে ৬ বার অস্ত্র বিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা সীমান্তে হামলা চালাল বলে খবর। আজ সকাল থেকেই গোলাগুলির জেরে স্থানীয়রা এলাকা ছাড়তে শুরু করেছেন বলে খবর।


এদিকে অমরনাথ যাত্রীদের উপর হামলার মূলচক্রী আবু ইসমাইলকে খতম করে দেয় ভারতীয় সেনা। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের নওগামে সেনার গুলিতে ঝাঁঝরা হয়ে যায় অমরনাথ হামলার মূলচক্রী আবু ইসমাইল নামে ওই কুখ্যাত জঙ্গি।