নিজস্ব প্রতিবেদন : যুদ্ধ বিরতি লঙ্ঘণ করে নিয়ন্ত্রণরেখায় ফের গুলি চালাল পাকিস্তান। পাকিস্তানের দিক থেকে আসা গুলিতে মৃত্যু হল এক ভারতীয় সেনার। শহিদ হলেন ভারতীয় সেনার গোরখা রাইফেলসের জওয়ান রাজীব থাপা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



জম্মু ও কাশ্মীরের রাজৌরির নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর ক্রমাগত গুলি চালাচ্ছে পাকিস্তান সেনা। ভারতীয় সেনার দিক থেকেও পাল্টা জবাব দেওয়া হচ্ছে। 


আরও পড়ুন : তিরুপতি বাসের টিকিটে হজ যাত্রার বিজ্ঞপ্তি, জগন্মোহন সরকারের কড়া সমালোচনা বিজেপির


গত সপ্তাহেই নিয়ন্ত্রণ রেখার কাছে এই অংশে যুদ্ধবিরতি লঙ্ঘণ করে পাকিস্তান। রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ হঠাত্ই গুলিচালনা শুরু করে পাকিস্তান। মর্টার শেল ও ছোট আগ্নেয়াস্ত্রের মাধ্যমে ভারতের দিকে ফায়ারিং করে পাকিস্তান সেনা। কোনও কারণ ছাড়াই হঠাত্ই গুলি চালাতে শুরু করে পাক সেনা। এর পর ভারতীয় সেনার দিক থেকেও পাল্টা জবাব দেওয়া হয়।