ওয়েব ডেস্ক : গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল ২ জঙ্গিকে। ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে শুরু হয়েছে খোঁজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাস্থল জম্মু কাশ্মীরের বারামুলা। সোমবার দুপুরে আচমকাই বারামুলার রামপুর সেক্টরে পাকিস্তানি জঙ্গিদের একটি দল অনুপ্রবেশের চেষ্টা করে। অনুপ্রবেশের আঁচ পেতেই বারামুলার বিভিন্ন অংশ ঘিরে ধরে তল্লাশি শুরু করে সেনা বাহিনী। অনুপ্রবেশ ঠেকাতে সেনা গুলি চালানো শুরু করলে ঘটনাস্থলে নিহত হয় ২ জঙ্গি। নিহতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে চলছে খোঁজ।


মেজর জেনারেল আর পি কালিটা জানিয়েছেন, জম্মু কাশ্মীরে অনুপ্রবেশের জন্য সীমান্তে তৈরি ৪০-৫০ জঙ্গি। যে কোন সময় জঙ্গিরা অনুপ্রবেশ করে হামলা চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।


 




এদিকে সোমবার সকালে অস্ত্র বিরতি লঙ্ঘন করে ফের গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনা। পাকিস্তানি রেঞ্জার্সরা গুলি চালানো শুরু করলে, ভারতীয় সেনাও পাল্টা জবাব দেয়। কিন্তু, গোলাগুলির জেরে মৃত্যু হয় ২ শিশুর। আহত হন আরও ৯ জন। ওই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়াতে শুরু করলে স্থানীয়দের সেখান থেকে সরানোর কাজ শুরু হয়।


প্রসঙ্গত, ২০১৬ সালে অগাস্ট মাস পর্যন্ত ২৮৫টি অস্ত্র বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটে।