জম্মু-কাশ্মীর সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারত, নিকেশ ৬ জঙ্গি
গত দু`সপ্তাহে এই নিয়ে অনুপ্রবেশের চেষ্টা রুখে ভারতীয় সেনা ২১ জন জঙ্গিকে নিকেশ করল।
নিজস্ব প্রতিবেদন : ভারত-পাক সীমান্তে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার কিরণ সেক্টরে রবিবার সকাল শুরু হওয়া সংঘর্ষে এখনও পর্যন্ত ৬ জঙ্গির মৃত্যু হয়েছে। গোটা এলাকাজুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।
দিন দু'য়েক আগে কিরণ সেক্টরে সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয় এক জওয়ানের। আহত হয়েছেন আরও একজন। কার্যত তারপর থেকেই গোটা এলাকায় তল্লাশি শুরু করে সেনাবাহিনী। এদিন ভোরে তল্লাশি চালানোর সময় সেনা জওয়ানদের নজরে আসে অনুপ্রবেশকারীরা। শুরু হয় গুলির লড়াই। প্রায় ১২টা নাগাদ সেনা অপারেশন শেষ হয়। নিকেশ করা হয় ৬ জঙ্গিকে।
গত দু'সপ্তাহে এই নিয়ে অনুপ্রবেশের চেষ্টা রুখে ভারতীয় সেনা ২১ জন জঙ্গিকে নিকেশ করল। দিন কয়েক আগে জম্মু ও কাশ্মীরের সীমান্তে বসবাসকারীদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাদের সমস্যার কথা শোনেন তিনি।