ভারতে টিকা ছাড়পত্র পেল Johnson & Johnson, জরুরি ব্যবহারে অনুমোদন
দেশে টিকাকরণকে আরও জোরদার করতে এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র।
নিজস্ব প্রতিবেদন: করোনার তৃতীয় ঢেউয়ের আগে দেশে টিকাকরণকে আরও জোরদার করতে এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। শনিবার স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, জরুরিকালীন ব্যবহারের জন্য জনসন অ্যান্ড জনসনের (Johnson & Johnson) প্রস্তুত টিকাকে ভারতে ব্যবহারের ছাড়পত্র দিল কেন্দ্র। এই ভ্যাকসিনটি একটি 'সিঙ্গেল ডোজ' ভ্যাকসিন।
এর আগেই ভারতে জরুরি ভিত্তিতে করোনা টিকা ব্যবহার করার ছাড়পত্র চেয়ে আবেদন করেছিল মার্কিন এই সংস্থা। জনসন অ্যান্ড জনসন আগেই দাবি করেছিল, ক্লিনিক্যাল ট্রায়ালে টিকার ৮৫ শতাংশ কার্যকারিতা দেখা গিয়েছে। সেই ভিত্তিতেই ভারতে আবেদন করেছিল সংস্থাটি। ভারতে এখন পাঁচটি বিদেশি ভ্যাকসিন চলছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান দেশে করোনার বিরুদ্ধে দেশের এই একত্র লড়াই জারি থাকবে আগামী দিনেও। সম্প্রতি আমেরিকার এই ওষুধ নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছিল ৫ অগস্ট কেন্দ্রীয় সরকারের কাছে টিকার ছাড়পত্রের জন্য আবেদন করেছে সংস্থা। জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য এই ছাড়পত্র চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে। কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি ছাড়পত্র পেয়েছে ভারতে।
আরও পড়ুন: SCO Peace Mission-2021: এবার চিন-পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবিরোধী সেনা মহড়ায় ভারত
আরও পড়ুন: Congress-র সঙ্গে জোটই বাংলায় শূন্য প্রাপ্তির কারণ, কারাটপন্থীদের নিশানায় আলিমুদ্দিন
উল্লেখ্য, ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়ার কাজ শেষ করতে চাইছে। সেই লক্ষ্য মাত্রা পূরণ করতে হলে দৈনিক টিকাকরণের হার আরও বাড়াতে হবে দেশে, এমনটি জানিয়েছিল স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জনসন অ্যান্ড জনসনের আবেদনের পর সেই বিষয়টি ভেবে দেখা হয়। স্পুটনিক ভ্যাকসিনের মতো এই ভ্যাকসিনও সিঙ্গেল শট ভ্যাকসিন। যার কার্যকারিতা অনেকটাই, এমনটাই দাবি সংস্থার।