নিজস্ব প্রতিবেদন: করোনা রুখতে মোক্ষম অস্ত্র মাস্ক। কিন্তু সেই মাস্ক না পরেই রাজার হালে ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষের অনেকাংশই। দাংবাং পুলিস থেকে করজোড়ে মিনতি কিছুতেই মুখে ওঠেনি মাস্ক। অবশেষে সচেতনতা প্রচারে গাধার ইন্টারভিউ নিলেন সাংবাদিক। মাস্ক না পরা গাধা আর মাস্ক না পরা মানুষের তুলনা টানলেন তিনি। এতে যদি অপমানে মাস্কমুখি হয় মানুষ। এটাই ছিল তাঁর প্রচেষ্টা। ইতিমধ্যেই নেট জগতে বাহবা কুড়িয়েছে তাঁর এই চেষ্টা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



ভিডিয়োটিতে দেখা যাচ্ছে প্রথমে সাংবাদিক একটি গাধাকে জিজ্ঞাসা করছেন যে গাধা মাস্ক পরে কিনা? পরক্ষণেই এক মাস্কহীন ব্যক্তিকে গাধা দেখিয়ে ওনার সঙ্গে গাধার তুলনা টানছেন। সাংবাদিকের ক্যামেরা দেখেই তড়িঘড়ি মুখে  গামছা জড়িয়ে নিচ্ছেন এক ব্যক্তি। ওনাকে সাংবাদিকের প্রশ্ন, ক্যামেরা থেকে বাঁচবেন নাকি করোনা থেকে? এভাবেই একের পর এক ব্যক্তিকে গাধার সঙ্গে তুলনা টেনে সতর্কবার্তা দেওয়ার চেষ্টা করেছেন ওই সাংবাদিক। যা নেট দুনিয়ায় ভাইরাল।


আরও পড়ুন: 'মোদী সরকারের সাফল্য, আইন পাসের পর এক বছরে তিন তালাকের সংখ্যা কমেছে ৮২ শতাংশ'


চিকিৎসকরা বারবার জানিয়েছেন, মাস্ক করোনাকে সম্পূর্ণ দূরে রাখতে না পারলেও অনেকাংশেই আপনাকে রক্ষা করে। তারপরেও এই বিশ্বমারীতে রাস্তায় বারবার ঘুরে বেড়াচ্ছে মাস্কহীন মুখ। আপনি বাইরে মাস্ক পরে বেরোচ্ছেন তো নাকি আপনিও গাধা! এই ভিডিয়ো উসকে দিল এই প্রশ্ন।