নিজস্ব প্রতিবেদন: বিজয় মালিয়াকে 'আদর্শ' মেনে তপশিলি জাতি ও উপজাতির মানুষদের সফল শিল্পপতি হওয়ার পরামর্শ দিলেন মোদী সরকারের মন্ত্রী। শুধু তাই নয়, বিজয় মালিয়াকে 'স্মার্ট' আখ্যা দিয়ে স্তুতিও গাইলেন। কেন্দ্রীয় আদিবাসী উন্নয়নমন্ত্রী জুয়েল ওরাম এদিন বলেন, ''রাজনীতিক ও ব্যাঙ্কারদের কিনেছে বিজয় মালিয়া।''    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

National Tribal Entrepreneurs Conclave 2018-এ কেন্দ্রীয় আদিবাসী উন্নয়নমন্ত্রী জুয়েল ওরাম বলেন,''আদিবাসীদের নানা প্রকল্পের মাধ্যমে ব্যবসায় উত্সাহ দিচ্ছে সরকার। শিক্ষা, চাকরি ও রাজনীতিতে সংরক্ষণ পান পিছিয়ে পড়া শ্রেণির মানুষ। তবে একটাই আক্ষেপ, জ্ঞান ও প্রতিভায় তাঁদের সমান চোখে দেখা হয় না।'' ওরাম আরও বলেন,''আমাদের শিল্পপতি হতে হবে। আরও বুদ্ধিমান হওয়া প্রয়োজন। স্মার্ট হতে হবে আমাদের। বিভিন্ন তথ্য জানতে হবে। যাঁদের কাছে জ্ঞান আছে তাঁরাই নিয়ন্ত্রক।''   


এরপরই কেন্দ্রীয় মন্ত্রীর পরামর্শ,''বিজয় মালিয়ার সমালোচনা করে লোকে। কিন্তু কে বিজয় মালিয়া? সে স্মার্ট। বুদ্ধিমান লোকেদের কাজ দিয়েছে মালিয়া। ব্যাঙ্কার, রাজনীতিকদের সঙ্গে রফা করেছে সে। কিনে নিয়েছে তাঁদের। আদিবাসীদের কে আটকেছে? ব্যাঙ্কারদের প্রভাবিত করতে কে বারণ করেছে?''   


২০১৬ সালে ১১ হাজার কোটি টাকা ঋণখেলাপি করে দেশ ছেড়ে পালিয়ে যান বিজয় মালিয়া। বর্তমানে ব্রিটেনের বাসিন্দা তিনি। লন্ডন হাইকোর্টে বিচার চলছে মালিয়ার। তাঁর বাড়িতে তল্লাশির জন্য তদন্তকারীদের অনুমতি দিয়েছে আদালত। সেই বিজয় মালিয়াকেই আদিবাসীদের সামনে 'আদর্শ' হিসেবে তুলে ধরলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী।  


এদিন মোদীর কথা তুলে ধরে জুয়েল ওরাম বলেন, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন, তপশিলি জাতি বা উপজাতির মানুষরা কাজ খুঁজবে না, বরং তাঁরা চাকরি দেবে। তাঁর ইচ্ছাপূরণ করা উচিত আমাদের। মন্ত্রী হিসেবে আমি এব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।'' এদিন হাজারের বেশি আদিবাসী শিল্পপতি অংশ নিয়েছিলেন দিল্লির এই সভায়। উদ্যোক্তা দলিত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।


আরও পড়ুন- কংগ্রেস মুসলিমদের দল, সত্যিই কি বলেছেন রাহুল? প্রশ্ন প্রাক্তন সাংসদের