ওয়েব ডেস্ক: তুচ্ছ বিষয় নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলা উচিত হয়নি। সুপ্রিম কোর্টের ৪ 'বিদ্রোহী' বিচারপতির ভূমিকার সমালোচনা করল বার কাউন্সিল অব ইন্ডিয়া। সংগঠনের চেয়ারম্যান মনন কুমার মিশ্রের মতে, বিষয়টি প্রকাশ্যে আনার পরিবর্তে বন্ধ ঘরে মিটমাট করে নেওয়া যেত। অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল জানিয়েছেন, খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে। শনিবার সকালে প্রধান বিচারপতির বাড়িতে গিয়ে দেখা করেন  প্রধানমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্টেচটারি নৃপেন্দ্র মিশ্র।  




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদ সংস্থা এএনআই-কে মনন কুমার মিশ্র বলেন, ''কর্মবণ্টনের মতো তুচ্ছ বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক ডাকা খুবই দুঃখজনক। অভ্যন্তরীণভাবেই বিষয়টি মেটানো যেতে পারত। দু'পক্ষের মধ্যে বনিবনা না-হলে বার কাউন্সিল বা অন্যান্য বিচারপতিরা হস্তক্ষেপ করতে পারতেন। তবে এটা হাটখোলা করা উচিত হয়নি। এর ফলে বিচারব্যবস্থা ও গণতন্ত্র আরও দুর্বল হবে।''


আরও পড়ুন- সমাজকে ভাঙার চেষ্টা চলছে, কড়া জবাব দিচ্ছেন যুবকরা: প্রধানমন্ত্রী


তিনি আরও জানান, আজ বিকেল ৫টায় বৈঠক রয়েছে। ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে  আগামিকাল প্রধান বিচারপতি দীপক মিশ্রের সঙ্গে দেখা করবেন বিচারপতিরা।


আরও পড়ুন- বিচারব্যবস্থায় কেন্দ্রের হস্তক্ষেপ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক: মমতা


শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে 'বিদ্রোহ' করেন ৪ প্রবীণ বিচারপতি। তাঁদের বক্তব্য, প্রতিষ্ঠানের মর্যাদা রাখতে তাঁরা প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিলেন। তবে তাঁরা ব্যর্থ হয়েছেন।