জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে ১০ মার্চ দিল্লির আবগারি নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জিজ্ঞাসাবাদ করবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারত রাষ্ট্র সমিতি (BRS) নেতাকে এই মামলার বিষয়ে ১২ ডিসেম্বর হায়দরাবাদে সিবিআই সাত ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছিল।


এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির আবগারি নীতি মামলার সঙ্গে যুক্ত অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে।


দিল্লির একটি আদালত হায়দ্রাবাদের ব্যবসায়ী অরুণ রামচন্দ্র পিল্লাইকে ১৩ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে এবং মদ ব্যবসায়ী আমনদীপ ধলকে ২১ মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর একদিন পরে কে কবিতার সমন আসে।


এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযোগ করেছে যে কে কবিতা ‘দক্ষিণ কার্টেলের’ অংশ যা দিল্লির আবগারি নীতি মামলার কিকব্যাক থেকে লাভবান হয়েছিল।


২০২১ সালের নভেম্বরে চালু হওয়া দিল্লির আবগারি নীতি গত বছর প্রত্যাহার করা হয়। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের প্রতিনিধি লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা এর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরে আম আদমি পার্টি (এএপি) সরকার এটি প্রত্যাহার করে।


ইডি এবং সিবিআই উভয়ই অভিযোগ করেছে যে ‘সাউথ কার্টেল’ লবি থেকে কিকব্যাক নিয়ে আবগারি নীতি সংশোধন করার সময় বেশ কয়েকটি অনিয়ম করা হয়েছিল।


আরও পড়ুন: Priyanka Gandhi | Archana Gautam: খুনের হুমকি দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীর PA! গুরুতর অভিযোগ বিগ বস খ্যাত অর্চনা গৌতমের


এই গোষ্ঠীতে কে কবিতা, অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেসের সাংসদ মাগুন্টা শ্রীনিভাসালু রেড্ডি এবং অরবিন্দ ফার্মার শরথ রেড্ডি অন্তর্ভুক্ত ছিল বলে অভিযোগ করা হয়েছে।


অভিযোগের কড়া জবাব দিয়ে বিআরএস নেতা গত বছরের ডিসেম্বরে বলেছিলেন, ‘সত্যের জয় হবেই’।


আরও পড়ুন: Anubrata Mondal in Delhi: মধ্যরাতে বিচারকের বাড়িতে শুনানি, দিল্লিতে ১০ মার্চ পর্যন্ত ইডির হেফাজতে অনুব্রত


তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগগুলি সম্পূর্ণ বানানো এবং মিথ্যা। শুধুমাত্র সময়ই আমার আন্তরিকতা প্রমাণ করবে। এটি বিজেপির একটি রাজনৈতিক প্রতিহিংসা, কারণ তারা আশঙ্কা করে যে বিআরএস পার্টির প্রধান সিএম কেসিআর তাদের কৃষক বিরোধী এবং পুঁজিবাদী নীতিগুলি মানুষের সামনে তুলে ধরছে’।


এএপি নেতা এবং দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, এই মামলার অন্যতম অভিযুক্ত। সিবিআই আদালত তাকে ২০ মার্চ পর্যন্ত ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়ার পরে তাঁকে তিহার জেলে রাখা হয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)