ওয়েব ডেস্ক: অবশেষে জামিন পেলেন কানহাইয়া কুমার। ব্যক্তিগত ১০ হাজার টাকার বন্ডে JNU-র ছাত্র সংসদ সভাপতির জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। গতমাসের ৯ তারিখ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার জন্য গ্রেফতার করা হয় কানহাইয়াকে।


আজ আদালতে দিল্লি পুলিসের আইনজীবী সওয়াল করেন, কানহাইয়া যে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়েছিলেন, তাদের কাছে প্রমাণ আছে। কানহাইয়ার পক্ষে সওয়াল করতে উঠে কপিল সিব্বল পাল্টা বলেন, সেদিন মুখ ঢেকে ক্যাম্পাসে ঢুকেছিল কয়েকজন বহিরাগত। যারা রাষ্ট্রবিরোধী স্লোগানিং করছিল। কানহাইয়া তাঁদের পরিচয়পত্র দেখতে চান। দুপক্ষের সওয়াল জবাব শেষে কানহাইয়া কুমারের জামিন মঞ্জুর করে আদালত।