``আমরা জি হুজুর নই,`` গোয়া-পঞ্জাবে Congress-র হারাকিরিতে Kapil-র নিশানায় গান্ধীরা
অতিসম্প্রতি যেভাবে রাজ্যে রাজ্যে কংগ্রেসে ভাঙন ধরছে তাতে বিরক্ত সিব্বল (Kapil Sibal)।
নিজস্ব প্রতিবেদন: একের পর এক নেতা দল ছাড়ছেন, পঞ্জাবে সিধুকে নিয়ে নাকানিচোবানি খেতে হচ্ছে কংগ্রেস (Congress)। এই অবস্থায় নাম না করে গান্ধী পরিবারকে আক্রমণ করলেন বিদ্রোহী শিবিরের অন্যতম নেতা কপিল সিব্বল (Kapil Sibal)। তাঁর কথায়,''দলে কোনও স্থায়ী সভাপতি নেই। কে সিদ্ধান্ত নিচ্ছেন সেটাই তো বুঝে উঠতে পারছি না।'' রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির পদ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সভানেত্রীর দায়িত্ব সামলাচ্ছেন সনিয়া (Sonia Gandhi)। তবে সনিয়া অসুস্থ থাকায় প্রিয়াঙ্কা ও রাহুল মিলেই সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন বলে খবর।
অতিসম্প্রতি যেভাবে রাজ্যে রাজ্যে কংগ্রেসে ভাঙন ধরছে তাতে বিরক্ত সিব্বল (Kapil Sibal)। বলেন,''এই সরকারের আমলে দারিদ্র ও বেকারত্ব বেড়েছে। জাতীয় সম্পত্তি বিক্রি করে দিতে হচ্ছে। এখন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা দরকার। অথচ গোয়ায় লুইজিনো চলে গেলেন। জিতিন প্রসাদ দল ছাড়লেন। সিন্ধিয়া আগেই চলে গিয়েছেন। বড় নেতার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় দল ছাড়লেন। ওঁরা কেন চলে যাচ্ছেন? আমাদের ভুল নিয়ে পর্যালোচনা হওয়া উচিত। দলে কোনও সভাপতি নেই। আমরা জানি না কে এই সব সিদ্ধান্ত নিচ্ছেন? অবিলম্বে ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা দরকার। আলোচনা হওয়া উচিত।''
২০১৯ সালে ভোটে বিপর্যয়ের পর দলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে কড়া চিঠি দিয়েছিলেন ২৩ প্রবীণ কংগ্রেস নেতা। এর মধ্যে ছিলেন কপিল সিব্বল (Kapil Sibal)। ওই চিঠির পরই কংগ্রেসে কার্যত কোণঠাসা 'বিদ্রোহী-২৩'। সে প্রসঙ্গেই গান্ধী পরিবারকে বিঁধে সিব্বল বলেন,''আশ্চর্যের ব্যাপার যাঁরা নেতৃত্বের ঘনিষ্ঠ তাঁরাই দল ছাড়ছেন। আর যাঁরা নিজেদের ঘনিষ্ঠ ভাবেন না তাঁরাই আছেন। আমরা জি হুজুর-২৩ নই।''
আরও পড়ুন- ক্লান্তিহীন PM Modi, আমেরিকা থেকে ফিরেই সংসদ ভবনের নির্মাণকাজের তদারকি
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)