নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে কারগিল দিবসের অনুষ্ঠানে ফের একবার পাকিস্তানকে বিঁধলেন মোদী। বললেন, কারগিল আমার কাছে তীর্থক্ষেত্রের মতো। অনুষ্ঠানে হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিনের অনুষ্ঠানে মোদী বলেন, কারগিলে ভারতের শক্তি দেখেছে ভারত। পাকিস্তান বরাবর কাশ্মীর নিয়ে ছলনার আশ্রয় নিয়েছে। ১৯৯৯-এর লড়াইয়ে পাকিস্তানের ছলনার জবাব দিয়েছে ভারত। 


Exclusive: বিদায়বেলায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর


প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের সময় কারগিলে আমি ছিলাম। কারগিল আমার কাছে তীর্থের মতো। একই সঙ্গে তিনি মনে করান, সেনাবাহিনীর জন্য ওয়ান ব়্যাঙ্ক ওয়ান পেনশন চালু করেছে তারই সরকার। আমাদের সেনার বীরত্ব স্বীকার করে ইসরায়েল, ফ্রান্সের মতো দেশ। 


এদিন প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের প্রকোপ বাড়ছে। তবে দেশের নিরাপত্তার সঙ্গে আপোস করবে না সরকার। আগামী দিনে সেনাবাহিনী আরও আধুনিক অস্ত্র পাবে। 


কারগিল বিজয় দিবস উপলক্ষে এদিন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে জওয়ানদের বীরগাথা অভিনয় করে দেখান সেনাবাহিনীর সদস্যরাই। সবার সঙ্গে বসে সেনাবাহিনীর বীরত্বের ওপর একটি ছবি দেখেন প্রধানমন্ত্রী ও অন্যান্য অতিথিরা।