নিজস্ব প্রতিবেদন: কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক নাটক এখন তুঙ্গে। বিজেপি ১০৪টি আসন পেয়ে এখনও সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে। অন্যদিকে, ৭৮টি আসন পেয়ে কংগ্রেস জেডিএস(৩৮) সঙ্গে ‌জোট বেঁধে সরকার গঠনের লক্ষ্যে রাজপালের দ্বারস্থ। তবে এমনও হতে পারে একক সংখাগরিষ্ঠ দল হিসেবে বিজেপিকেই সরকার গঠন করতে ডাকতে পারেন রাজ্যপাল।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রাজ্য জুড়ে ৫৬৮ বুথে বুধবার পুনর্নির্বাচন, সিদ্ধান্ত কমিশনের


এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে কংগ্রেসকে নিশানা করেন অমিত শাহ। তিনি বলেন, ‘বিজেপির ১০৪টি আসন জয় দলের জন্য একটি বড় সাফল্য। বিজেপি ১৯ শতাংশ থেকে ভোট বাড়িয়ে ৪০ শতাংশ করেছে। ৪০টি আসন থেকে বেড়ে ১০৪টি আসন পেয়েছে। এটাই সাফল্য।’


আরও পড়ুন-বিজেপির থেকে বেশি ভোট পেয়েও কর্ণাটকে ভরাডুবি কংগ্রেসের


অমিত শাহ আরও বলেন, ‘এবার কর্ণাটকে নির্বাচনে জেতার জন্য ‌সব রকমের নোংরা কাজ করেছে। নির্বাচনে মানি পাওয়ার, মাসল পাওয়ার ব্যবহার করা হয়েছে। স্বাধীনতার পর এত নীচে নেমে কখনও লড়াই করেনি। প্রথমত তারা এসডিপিআইয়ের মতো দেশবিরোধী সংগঠনের সঙ্গে জোট করেছে। ভোটে জেতার জন্য ভুয়ো ভোটার কার্ড তৈরি করা হয়েছে। জাল ভোটার আইডি তৈরি করা হয়েছে। এতকিছুর পরও মানুষ তাদের গ্রহণ করেনি। কর্ণাটকের মানুষ ১০৪টি আসন দিয়েছে বিজেপিকে। খোদ মুখ্যমন্ত্রী একটি আসনে হেরেছেন। অন্য আসনে অনেক কষ্টে জিতেছেন মুখ্যমন্ত্রী। এটাই দলের সবচেয়ে বড় সাফল্য।