নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে ত্রিশঙ্কু ফলের ইঙ্গিত দিচ্ছে অধিকাংশ বুথফেরত সমীক্ষা। তবে টুজেড চাণক্যের ইঙ্গিত, একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি। উল্লেখ্য, গত লোকসভা ভোটে অব্যর্থ লক্ষ্যভেদ করেছিল এই সমীক্ষা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুডেজ চাণক্যর সমীক্ষার ফল অনুযায়ী, বিজেপি পেতে চলেছে ১২০টি আসন। অনেক পিছনে কংগ্রেস। তারা পেতে পারে ৭৩টি আসন। জেডিএসের ঝুলিতে যেতে পারে ২৬টি। অন্যান্যরা পেতে পারে ৩টি আসন। 


নিউজ নেশনের সমীক্ষাতেও এগিয়ে বিজেপি। তারা পেতে পারে ১০৫-১০৯টি আসন। ৭১-৭৫টি আসন পেতে পারে কংগ্রেস। জেডিএসের ঝুলিতে যেতে পারে ২৬টি আসন। 


এদিকে, এনডিটিভি প্রথম ৯৮টি আসন দিয়েছিল বিজেপিকে। পুনর্মূল্যায়নের তাদের ইঙ্গিত, বিজেপি পেতে পারে ১০১টি আসন। ৮৪টি যেতে পারে কংগ্রেসের ঝুলিতে। জেডিএসের আসন সংখ্যা ৩৪।


আরও পড়ুন- ত্রিশঙ্কু ফলের ইঙ্গিত অধিকাংশ বুথফেরত সমীক্ষার, 'কিংমেকার' জেডিএস