নিজস্ব প্রতিবেদন: কর্ণাটক ভোটের আগে মোদীর বিরুদ্ধে আসরে নামলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠকে এনডিএ সরকারকে খোঁচা দিয়ে মনমোহন বলেন, ''হঠকারি সিদ্ধান্ত নিয়ে খেয়ালখুশি মতো চলছে মোদী সরকার। ইউপিএ সরকারের যে সাফল্য ছিল, তা ধরে রাখতে পারেনি তারা।'' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায়, ''অতিরিক্ত শুল্ক চাপিয়ে সাধারণ মানুষকে শাস্তি দিচ্ছেন প্রধানমন্ত্রী। ইউপিএ জমানার চেয়ে অর্ধেক হয়ে গিয়েছে জিডিপি। বিশ্বজুড়ে আর্থিক মন্দা থাকা সত্ত্বেও বৃদ্ধির হার ৭.৮ শতাংশ। অথচ অনুকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও এনডিএ জমানায় বৃদ্ধির হার শ্লথ। সরকারের আর্থিক ব্যবস্থাপনার বিভ্রাটের জেরে ব্যাঙ্কিংক্ষেত্র থেকে ভরসা হারাচ্ছে সাধারণ মানুষ।''     


প্রধানমন্ত্রীকে সরাসরি নিশানা করে মনমোহন সিং বলেন, ''বিরোধীদের জবাব দেওয়ার জন্য এর আগে কোনও প্রধানমন্ত্রী নিজের পদের ব্যবহার করেননি। এতটা নীচে নামা উচিত নয় প্রধানমন্ত্রীর। ওনাকে মানায় না। দেশের জন্যেও ভাল নয়।''


মোদী সরকারে আর্থিক নীতিকেও তুলোধনা করেছেন মনমোহন সিং। তিনি বলেন, ''যোগ্য নেতারা সুযোগ তৈরি করেন। সুযোগ নষ্ট করেন না তাঁরা। আমরুত, স্মার্ট সিটির মতো প্রকল্পগুলি ব্যর্থ। শুধু মুখরোচক শব্দ ব্যবহারে পারদর্শী মোদী।''কর্মসংস্থান নিয়েও প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন মনমোহন। তিনি বলেন,''চাকরি দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। দ্রুত পদক্ষেপ করার বদলে কুযুক্তি ও বিতর্কের মধ্যে রয়েছে সরকার।''  


আরও পড়ুন- রুদ্র হনুমানের স্রষ্টার প্রশংসায় খোদ প্রধানমন্ত্রী