`বিজেপির পতাকাই দেশের জাতীয় পতাকা হতে পারে`, পদ্ম-নেতার মন্তব্যে তুমুল বিতর্ক
কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পা দাবি করেছেন যে আগামী দিনে গেরুয়া পতাকা ই দেশের জাতীয় পতাকা হয়ে উঠতে পারে৷
নিজস্ব প্রতিবেদন: সোমবারই কেন্দ্রে ক্ষমতায় আসার ৮ বছর পূর্ণ করেছে মোদি সরকার৷ সেই উপলক্ষে নানা রাজ্যে একাধিক কর্মসূচী নিয়েছে পদ্ম শিবির। এরই মধ্যে প্রবীণ এক বিজেপি নেতার মন্তব্যে শোরগোল রাজনৈতিক আঙিনায়। কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পা দাবি করেছেন যে আগামী দিনে গেরুয়া পতাকা ই দেশের জাতীয় পতাকা হয়ে উঠতে পারে৷
ঠিক কী বলেছেন পদ্ম-নেতা?
ঈশ্বরাপ্পার কথায়, "এই দেশে গেরুয়া পতাকাকে অত্যন্ত সম্মান করা হয়। এর ইতিহাস হাজার হাজার বছরের। গেরুয়া হল ত্যাগের প্রতীক। আরএসএস-এ সেটাই বোঝানোর চেষ্টা করি। এটা আমাদের মূল্যবোধ। তাই গেরুয়া পতাকা আগামীতে কোনদিন জাতীয় পতাকা হয়ে উঠতে পারে৷ এতে কোনও সন্দেহ নেই। আমাদের সংবিধান অনুযায়ী দেশে তেরঙা পতাকা রয়েছে এবং আমরা এটিকে প্রাপ্য সম্মানও দেই।"
এবার বিজেপি নেতৃত্বাধীন সরকারের আট বছর পূর্তিতে সোমবার প্রধানমন্ত্রী বড় ঘোষণা করেছেন। কেন্দ্রে ক্ষমতায় থাকার আট বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী আজ জানিয়েছেন, করোনা মহামারী চলাকালীন যারা তাদের পিতামাতাকে হারিয়েছেন তাদের সমর্থন করার জন্য পিএম-কেয়ারস ফর চিলড্রেন স্কিমের অধীনে সুবিধাগুলি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন, Sidhu Moose Wala: সিধু খুনে গ্রেফতার এক, আপ সরকারকে বিঁধে এককাট্টা বিরোধীরা