নিজস্ব প্রতিবেদন: কেরলের পর এবার বন্যায় পুনর্বাসনের জন্য ২০০০ কোটি টাকা অর্থ সাহায্যের দাবি করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী। রাজ্যের বন্যাবিধ্বস্ত এলাকায় পুনর্বাসন ও ত্রাণের জন্য অর্থ দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিঠিতে কুমারস্বামী লিখেছেন, বন্যায় ঘরবাড়ি, সরকারি সম্পত্তি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চূড়ান্ত হিসেবনিকেশের পর দেখা যাচ্ছে, লোকসান হয়েছে প্রায় ৩০০০ কোটি টাকার। ধসের জেরে কফি, মসলা চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। 



কর্ণাটকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। তার কয়েক ঘণ্টা বাদেই মোদীকে চিঠি দিলেন কর্ণাটকের জোট সরকারের মুখ্যমন্ত্রী। 


কর্ণাটকে টানা বৃষ্টির জেরে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মৃত্যু হয়েছে ১৭ জনের।  এদিন কোড়াগুতে ত্রাণ শিবিরে যান নির্মলা সীতারমন। দেখা করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে।


আরও পড়ুন- আরবের এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ সাহায্যের খবর পেয়েছি: বিজয়ন