নিজস্ব প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদন: দলীয় বিধায়কের কীর্তিতে প্রবল অস্বস্তিতে কর্ণাটক কংগ্রেস। বিধানসভার অধিবেশনে না গিয়ে দলের ওই বিধায়ক নাচলেন এক মিউজিক লঞ্চ অনুষ্ঠানে। সেই ভিডিও ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিনেতা থেকে বিধায়ক হওয়া অম্বরীশ বিধানসভার অধিবেশনে না গিয়ে মঙ্গলবার সোজা চলে যান বেঙ্গালুরুর এক মিউজিক লঞ্চ অনুষ্ঠানে। সেখানে মহিলাদের সঙ্গে জমিয়ে নাচানাচি করেন তিনি। ওই ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়তেই হইচই শুরু করে বিরোধীরা।



এই প্রথম নয়, এর আগেও এরকম কাণ্ডজ্ঞানহীন কাজ করেছেন অম্বরীশ। তিনি যে শুধু অভিনেতা নন, বিধায়ক হয়েছেন সেটা যেন কিছুতেই বুঝতে পারছেন না তিনি। ২০১৫ সালে বিধানসভা অধিবেশন চলাকালীন একটি নাচের ভিডিও দেখছিলেন অম্বরীশ। সেবারও ধরা পড়ে যান।


এখানেই শেষ নয়, ২০১৪ সালে তাঁর আরও একটি ভিডিও ফাঁস হয় সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওতে দেখা গিয়েছিল, অম্বরীশ নাচছেন হাম্মা হাম্মা গানের সঙ্গে। এক মহিলাকে চুম্বনও করছেন। রাজ্যর মান্ডিয়া বিধানসভা আসনের ওই বিধায়ক সম্প্রতি খবরে এসেছিলেন দলের আর এক বিধায়ক রামিয়ার সঙ্গে কাজিয়ায় জড়িয়ে।


 


আরও পড়ুন-কুম্ভমেলায় হতে পারে ভয়ঙ্কর হামলা, অডিও টেপে হুমকি আইএসের