নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে কে সরকার গঠন করবে? তা নিয়ে জমে উঠেছে রুদ্ধশ্বাস নাটক। কংগ্রেসের সমর্থন নিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানালেন জেডিএস নেতা কুমারস্বামী। চিঠিতে বিকেল সাড়ে পাঁচটা থেকে আধঘণ্টা সময় চেয়েছেন তিনি। তার পাল্টা বিকেল পাঁচটায় রাজ্যপালের সাক্ষাত্ চেয়েছেন ইয়েদুরাপ্পা। তাঁর দাবি, বৃহত্তম দল হিসেবে বিজেপিই এদিন কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেননি রাজ্যপাল। 




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কর্ণাটকের জনাদেশ ত্রিশঙ্কু হওয়ায় জেডিএসের কুমারস্বামীকে মুখ্যমন্ত্রীর পদে বসার প্রস্তাব দিয়েছে কংগ্রেস। আর সেই প্রস্তাব লুফে নিয়েছেন দেবগৌড়ার ছেলে। এই জোটের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে ইয়েদুরাপ্পা বলেন,''কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছেন সাধারণ মানুষ। কংগ্রেসমুক্ত কর্ণাটক চাইছেন তাঁরা। প্রত্যাখ্যাত হওয়ার পরও পিছনের দরজা দিয়ে ক্ষমতায় থাকতে চাইছে কংগ্রেস। কর্ণাটকবাসী এটা সহ্য করবেন না।'' 


কর্ণাটকে ২২২টি আসনের মধ্যে ৮৬টি জিতেছে বিজেপি। ১৮টি আসনে এগিয়ে তারা। ফলে ম্যাজিক সংখ্যা ১১২ ছুঁতে পারছেন না মোদী-শাহ। এই প্রেক্ষাপটে জেডিএসকে মুখ্যমন্ত্রী পদের প্রস্তাব দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে কংগ্রেস। সোনিয়া গান্ধীর প্রস্তাব দেবগৌড়া মেনে নিয়েছেন বলে দাবি করেছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। জেডিএস নেতা দানিশ আলি বলেন,''কুমারস্বামীই মুখ্যমন্ত্রী হবেন। বিজেপির মোকাবিলায় আমরা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব।''


আরও পড়ুন- বিজেপির থেকে বেশি ভোট পেয়েও কর্ণাটকে ভরাডুবি কংগ্রেসের