নিজস্ব প্রতিবেদন: একের পর এক ভোটে ভরাডুবির পর কর্ণাটক ধরে রাখতে মরিয়া কংগ্রেস। দক্ষিণের এই রাজ্যে পদ্ম ফোটাতে সর্বশক্তি লাগিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। মোদী-শাহের হাত থেকে কংগ্রেস বাঁচাতে 'ঐশ্বরিক শক্তি'র ভরসায়  রাহুল গান্ধীর দল। সকালেই দিল্লির সদর দফতরে যজ্ঞ করেন কংগ্রেস কর্মীরা। সকালে পুজো করেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পা।  
 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রামনগর ও ছান্নাপাটনা কেন্দ্রে প্রার্থী হয়েছেন জেডিএসের  এইচডি কুমারস্বামী। ভোটগণনা শুরু হওয়ার আগে এদিন মঠে প্রার্থনা করেন তিনি। পিছিয়ে নেই বিজেপি প্রার্থী বি শ্রীমালুও। বাদামি কেন্দ্রে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন তিনি। সকালে বেল্লারির একটি মন্দিরে পুজো দেন তিনি।


 





কর্ণাটকের নির্বাচনে মঠগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ।বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মঠে গিয়ে প্রার্থনা করেন।ভোটপ্রচারে রাহুল গান্ধীও একাধিক মঠ, মন্দিরে গিয়েছিলেন। শেষবেলায় একইদিনে মন্দির ও মাজারে প্রার্থনা করেছিলেন 'শিবভক্ত' রাহুল গান্ধীর।


আরও পড়ুন- বিমানের মতো এবার রেলের কোচে ব্ল্যাকবক্স, এড়ানো যাবে দুর্ঘটনা