নিজস্ব প্রতিবেদন: হটস্পট জোনের বাইরে ‘সব চালু’। তাই ‘আনলক’ হতেই তুড়ি মারা হল সামাজিক দূরত্বের নিয়ম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

না কোনও হেঁয়ালি নয়। গোটা দেশ যেখানে ধীরে ধীরে লকডাউন লঘু করার সময়েও সামাজিক দূরত্ব মানার চেষ্টা করছে, সেই সময়েই এক অবাক করার মতো ঘটনা ঘটল কর্ণাটকে। মঙ্গলবার সেখানে বিশাল মিছিলে অংশ নিলেন অসংখ্য মানুষ। আর নেবেন নাই বা কেন? মিছিলের মধ্যমণি তো খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু।


আরও পড়ুন-রোগে দাঁড়িয়ে গিয়েছে; রাজ্যপাল কিছু বললেই রাজনৈতিক রং লাগিয়ে দেওয়া হচ্ছে, পার্থকে নিশানা দিলীপের



মঙ্গলবার কর্ণাটকের চিত্রদূর্গে বিশাল মিছিলে দেখা গেল শ্রীরামুলুকে। তাঁকে ঘিরে রীতিমতো হুল্লোড়ে মাতলেন বিজেপি সমর্থকরা। সাধারণের স্বাস্থ্যের দায়িত্ব যাঁর কাঁধে, তাঁরই এমন আচরণ দেখে চমকে উঠছেন অনেকেই। যেখানে কর্ণাটকের ৩,৪০৮ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত, সেখানে এমন আয়োজন প্রশ্ন তুলছে আয়োজক ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বজ্ঞান নিয়ে।


আরও পড়ুন-অক্ষয়-পুত্রের কান টানছেন প্রধানমন্ত্রী মোদী, ভাইরাল ছবি


প্রসঙ্গত, চলতি সপ্তাহেই সরকারি আধিকারিকদের সঙ্গে করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় সাবধানতার বিষয়ে আলোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী। তারপরেই তাঁর এহেন কাজ ঘিরে উঠেছে বিতর্কের ঝড়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর মিছিলের জাঁকজমক ও ভিড়ের ছবি।