নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের নতুন স্ট্রেন নিয়ে বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। এর মধ্যেই কর্নাটক সরকার সে রাজ্যে Night Curfew ঘোষণা করল। কর্নাটকের Chief Minister BS Yediyurappa আজ, বুধবার এ কথা জানান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নতুন বছরের ২ জানুয়ারি পর্যন্ত রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্ফু জারি থাকবে কর্নাটকে। ব্রিটেনে (United Kingdom) করোনার নতুন Mutant Strain, যা ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে মনে করা হচ্ছে, তার জেরে মহারাষ্ট্রের পরে এ বার কর্নাটকেও শুরু হল কড়াকড়ি। ব্রিটেন থেকে যেসব বিমানযাত্রী কর্নাটকে ফিরবেন, পৌঁছনোর ৭২ ঘণ্টার মধ্যেই তাঁদের COVID-19 RT-PCR tests বাধ্যতামূলক করা হল।


Also Read: মহারাষ্ট্রে জারি Night Curfew, ইউরোপ থেকে এলে কোয়ারেন্টিনে থাকতে হবে ১৪ দিন


আজ, বুধবার সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, কর্নাটকের Chief Minister BS Yediyurappa এই নতুন আরোপিত কড়াকড়ি নিয়ে জানান, এখনই Night Curfew জারির মতো আতঙ্কের পরিবেশ কর্নাটকে তৈরি হয়নি, তবু তাঁদের একটু বেশি সাবধান হতে হবে ('ve to be extra cautious')। 


প্রসঙ্গত সোমবারেই মহারাষ্ট্র সরকার সে রাজ্যে ৫ জানুয়ারি পর্যন্ত Night Curfew জারির কথা ঘোষণা করেছে। 


Also Read: করোনার নতুন Strain নিয়ে বাড়ছে আতঙ্ক, Covid পজিটিভ UK ফেরত ২০ যাত্রী