ওয়েব ডেস্ক: কর্ণাটকের নাটকে যোগ হতে পারে নতুন অঙ্ক। শনিবার কর্ণাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বিজেপির মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাকে। শেষ পাওয়া খবর অনুসারে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় বিধায়কের সমর্থন জোগাড় করতে পারেনি বিজেপি। সেক্ষেত্রে আস্থাভোটের আগেই ইস্তফা দিতে পারেন ইয়েদুরাপ্পা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, আস্থা ভোটের জন্য শনিবার বেলা ৩.৩০ মিনিটে বিধানসভার অধিবেশন শুরু হলে অন্তরাত্মার দোহাই দিয়ে দীর্ঘ ভাষণ দেবেন ইয়েদুরাপ্পা। ১৩ পাতার সেই ভাষণ ইতিমধ্যে তৈরিও হয়ে গিয়েছে।  এর পর ইস্তফা দেবেন তিনি। কারণ বিজেপি নেতৃত্ব বিধানসভায় আস্থাভোটে হারের নৈতিক দায়িত্ব নিতে চায় না। এতে দেশজুড়ে বিরোধীরা নতুন উদ্যম পাবে বলে মত তাদের। 


কুমারস্বামীর প্রথম বিয়ের বছরেই জন্মেছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী, বয়সের ফারাক ২৭ বছর


সোমবার কর্ণাটক বিধানসভার ফল বেরোলে দেখা যায়, বিজেপি পেয়েছে ১০৪টি আসন, কংগ্রেস পেয়েছে ৭৮টি, জেডিএস ৩৮টি। ২২৪ আসেনর কর্ণাটক বিধানসভায় ভোট হয়েছে ২২২টি আসনে। ফলে সরকার গড়তে প্রয়োজন ১১২ জন বিধায়কের সমর্থন।