নিজস্ব প্রতিবেদন: কার্তিক পূর্ণিমায় মাতোয়ারা গোটা দেশ। লাখো লাখো মানুষের পবিত্র গঙ্গাস্নান। হরিদ্বার, বারাণসী, ভুবনেশ্বর জমজমাট। মন্দির-শহর বারাণসী। হিমালয়ের কোলে হরিদ্বার। ভক্তিরস যেখানে গদগদ। কার্তিক পূর্ণিমা কি তার ব্যতিক্রম হতে পারে? পবিত্র গঙ্গায় শরীর ডুবিয়ে শুদ্ধতায় সিক্ত হয়ে ওঠা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লাখো মানুষের জমায়েত গঙ্গার ঘাটে। পবিত্র গঙ্গায় ডুব। পুরাণ মতে, পবিত্র এই পূর্ণিমা তিথিতে গঙ্গায় স্নান মানে সমস্ত পাপ থেকে মুক্তি। দেব মহিমা বহিছে ভুবনে।


ইন্ডিগো-র বিমানকর্মীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে ক্ষোভ উগরে দিলেন সিন্ধু


পুরাণ মতে, জুলাই থেকে অক্টোবর, এই সময়কালকে বলা হয় চতুর্মাস। এর পরে জেগে ওঠেন ভগবান বিষ্ণু। তারপর থেকেই শুরু হয়ে যায় কার্তিক উত্সব। একমাস শেষে কার্তিক পূর্ণিমা।


বারাণসীতে কার্তিক পূর্ণিমা পালিত হয় দেব দীপাবলি রূপে। গঙ্গায় প্রদীপ ভাসানো। পুরাণ মতে, এইদিন ধরায় অবতীর্ণ হন ভগবান। পবিত্র গঙ্গায় স্নান করেন তিনি। কার্তিক পূর্ণিমায় জমজমাট ভুবনেশ্বর। গঙ্গার ঘাটে সন্ধ্যারতি ছাড়াও নৌকা ভাসানোর উত্সব। প্রিয় মানুষের মঙ্গল চেয়ে কাগজের নৌকায় প্রদীপ জ্বালিয়ে গঙ্গায় ভাসিয়ে দেওয়া।


ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে বিয়ের ছবি ছড়িয়ে দেওয়ায় আত্মঘাতী ছাত্রী