নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশে আজ থেকে কঠোর বিধিনিষেধে কিছুটা শিথিলতা আনা হয়েছে। আর মঙ্গলবারই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির (Kashi Vishwanath Temple)। জানানো হয়েছে, ভক্তদের প্রবেশের জন্য বাধ্যতামূলক নয় করোনা নেগেটিভ রিপোর্ট (Corona Negative Report) দেখানো। কিন্তু মন্দির চত্বরে অবশ্যই সামাজিক দূরত্ব ও অন্যান্য কোভিড প্রোটোকল (Covid Protocol) মেনে চলতে হবে। যদিও এখনই গর্ভগৃহে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না ভক্তদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: "ভয় পাবেন না, Third Wave-য়ে বাচ্চারা বেশি আক্রান্ত হবে, এমন কোনও বৈজ্ঞানিক তথ্য নেই"


করোনার কারণে গত এপ্রিল মাসেই বন্ধ করে দেওয়া হয়েছিল কাশীর বিশ্বনাথ মন্দির (Kashi Vishwanath Temple)। কিন্তু উত্তরপ্রদেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৪ হাজারে নেমে আসায় লকডাউন বিধিনিষেধে কিছুটা শিথিলতা এনেছে যোগী প্রশাসন। আর সে কারণেই এবার খুলে দেওয়া হল কাশী বিশ্বনাথ মন্দির। তবে করোনার কারণে আপাতত স্থগিতই থাকছে ৬০০ কোটির কাশী বিশ্বনাথ ধাম প্রকল্প।


আরও পড়ুন: কেন্দ্রের নয়া Vaccine নীতিতে খরচ ৫০ হাজার কোটি, জানাল অর্থমন্ত্রক


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)