ওয়েব ডেস্ক : ‘কাশ্মীর পৃথক একটি দেশ।’ প্রশ্নপত্রে এমন প্রশ্ন করে বিতর্কে জড়াল বিহারের শিক্ষা দফতর। বিষয়টি জানাজানি হতেই ফের জল্পনা ছড়িয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটা কী?


সম্প্রতি বিহারে ক্লাস সেভেনের প্রশ্নপত্র ঘিরে বিতর্ক ছড়িয়েছে। যেখানে একটি প্রশ্নে দেখা যাচ্ছে, ‘এইসব দেশের মানুষকে কী বলা হয়?’ এরপর আরও একটি প্রশ্ন করা হয়। ‘কাশ্মীরের মানুষকে কী বলা হয়?’ আর ওই প্রশ্ন সামনে আসার পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত, এই মুহূর্তে বিহারে প্রায় ৭০ হাজার সরকারি স্কুল রয়েছে। গত ৫ অক্টোবর সর্বশিক্ষা অভিযানের আওতাধীন স্কুলগুলির প্রত্যেকটিই ওই প্রশ্নপত্র হাতে পায়। আর তারপর থেকেই জোর সমালোচনা শুরু হয়েছে।


 



ঘটনা জানাজানি হতেই বিহার এডুকেশন প্রজেক্ট কাউন্সিলের এক আধিকারিক বলেন, এটা অনুচিত। এবং সেটা স্বীকার করে নেওয়া হচ্ছে। তবে ছাপার ভুলের জন্যই ওই ঘটনা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।